নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ব্যাংক লিমিটেড, শাশা ডেনিমস লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।
জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইসিএল) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেন।
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ক্রেডিট নির্ণয় করেন ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএল)। এছাড়াও ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) অবশিষ্ট ৪টি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেন।
জানা গেছে, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নিরীক্ষিত আর্থিক অবস্থার উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’
যমুনা ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ এবং
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়াও অন্য তিনটি কোম্পানির মধ্যে শাশা ডেনিমস লিমিটেডের (৩০ জুন ২০২২) নিরীক্ষিত আর্থিক অবস্থার উপর ভিত্তি করে ‘এএ৩ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২ ও (৩১ মার্চ ২০২৩) সালের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের উপর এ রেটিং নির্ণয় করেছে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নিরীক্ষিত আর্থিকতার উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ ও (৩১ মার্চ ২৩) সালের অনিরীক্ষিত আর্থিক অবস্থার উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করেছে।
এছাড়াও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২২ সালের নিরীক্ষিত আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২ রেটিং নির্ণয় করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন https://corporatesangbad.com/35079/ |