31 C
Dhaka
মে ১২, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

আমাকে ও দিশাকে দেখে একই বয়সের মনে হয় : সালমান

বিনোদন ডেস্ক : হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে নায়কের পর্দার প্রেম বলিউডে নতুন কিছু নয়। আর সালমান খানকে সেই ব্যাপারে সিদ্ধহস্ত বললে ভুল হবে না। এ বার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে বয়সে ২৭ বছরের ছোট দিশা পাটানির সঙ্গে রগরগে প্রেম পর্ব চলবে সালমানের। তা নিয়ে যদিও আপত্তি তুলেছেন সিনেমাপ্রেমীদের একাংশ। তবে সে সবের ধার ধারেন না ‘ভাইজান’।

একটি ভিডিয়োতে দিশার ভূয়সী প্রশংসা করেছেন অভিনেতা। সালমানের কথায়, ‘‘খুব ভাল কাজ করেছে দিশা। খুব সুন্দর দেখতে লাগছে ওকে। আমাদের দু’জনকে সমবয়সী মনে হচ্ছে। ওকে আমার বয়সের নয়, আমাকে ওর বয়সের মতো মনে হচ্ছে।” সালমানের মতে তিনি যদি এই বয়সে মারপিটের দৃশ্যে অভিনয় করতে পারেন, তা হলে একই ভাবে প্রেমের দৃশ্যও করতে পারেন অবলীলায়।

এই প্রথম নয়। অতীতে সোনম কাপুর, অনুষ্কা শর্মা, জ্যাকলিন ফার্নান্ডেজদের মতো অভিনেত্রীদের সঙ্গে পর্দায় প্রেম জমিয়েছেন সালমান। তাঁরা প্রত্যেকেই সালমানের চেয়ে প্রায় বছর ২০ বা তার বেশি ছোট। আনন্দবাজার।

সত্যজিৎ রায়ের ১০০তম জন্মদিন আজ


আরো খবর »

ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নিরবের ‘কসাই’

Tanvina

ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন সোনু সুদ

উজ্জ্বল

শাহরুখের সঙ্গে ডেটিংয়ে রাজি নন লেডি গাগা

Tanvina