আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান রিয়াজ (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৫টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে একই দিন দুপুরে জীবননগর উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান রিয়াজ দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের নওশের আলীর ছেলে। তিনি উথলী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে দর্শনা থেকে খালার বাড়ি জীবননগর উপজেলার কাঁশিপুর গ্রামে যাচ্ছিলেন রিয়াজ। এসময় তিনি সন্তোষপুর বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেয়ার পথে মারা যান তিনি।
ওসি আরও জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের https://corporatesangbad.com/34988/ |