সূচকের সাথে বেড়েছে লেনদেনও

Posted on June 21, 2023

পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৬টি কোম্পানির ১২ কোটি ১৫ লক্ষ ৯০ হাজার ৩৬২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৩০ কোটি ১৭ লক্ষ ২৪ হাজার ৩৩০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯.১৬ পয়েন্ট বেড়ে ৬৩১০.৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.২৪ পয়েন্ট বেড়ে ২১৮৬.০৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.০৬ বেড়ে ১৩৭০.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানীর শেয়ার।

৮লনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- জেমিনী সী ফুড, বিএসসি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ইয়াকিন পলিমার, পেপার প্রসেসিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা ও খান ব্রাদার্স পিপি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অলিম্পিক এক্সেসোরিজ, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, নর্দার্ন জুট, জিকিউ বলপেন, আরএসআরএম স্টীল, আজিজ পাইপস, ইয়াকিন পলিমার, বিডি থাই অ্যালুমিনিয়াম ও খান ব্রদার্স পিপি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিজিআইসি, অ্যাপেক্স ট্যানারী, সেন্ট্রাল ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, নাভানা ফার্মা ও ন্যাশনাল টি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭০৮৪৯৯৩৬৩৬৪১.০০।