31 C
Dhaka
মে ১২, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
আইন-আদালত

মাওলানা জুবায়ের পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতে মাওলানা জুবায়েরকে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাওলানা জুবায়েরকে।

সম্প্রতি হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় তার নাম রয়েছে।

প্রসঙ্গত, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত নেতাকে গ্রেফতার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


আরো খবর »

বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে

উজ্জ্বল

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ আপাতত কাটা যাবে না : হাইকোর্ট

উজ্জ্বল

রিমান্ড শেষে কারাগারে হেফাজত নেতা মামুনুল-রফিকুল

উজ্জ্বল