মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদ কতৃক আয়োজিত ঢেমুশিয়া প্রিমিয়ার লীগ-২০২৩ (ক্রিকেট) উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৩টার সময় ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ রিদুয়ান হাফিজের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোহাম্মদ রুহুল কাদেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের কার্যাক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এস.এম.মাঈনুদ্দিন আহমেদ চৌধুরী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব মোস্তাফা লিমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তরুণ যুব সংসদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাইরাস চৌধুরী ও মোহাম্মদ নবাব মিয়া।
উক্ত উদ্বোধনী খেলাটি এরফান ক্রিকেট একাদশ ও মহসিন ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এরফান ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এরফার ক্রিকেট একাদশ ১০ ওভারে ৮ উইকেটের ৮০ রান সংগ্রহ করে।মহসিন ক্রিকেট একাদশ ৮১ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭ উইকেটে ৬৭ রান সংগ্রহ করে। ফলে এরফান ক্রিকেট একাদশ ১৪ রানে জয় লাভ করে। উক্ত উদ্বোধনী এরফান ক্রিকেট একাদশের আবদুল্লাহ ও মহসিন ক্রিকেট একাদশের আবু তাহের যৌথ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
এছাড়া ঢেমুশিয়া ইউনিয়নের সকল ক্রিকেট খেলোয়াড়দেরকে নিয়ে ৫ টি দলে ভাগ করে ক্রিকেট একাদশগুলো গঠন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির রুবেল ও ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ রুহুল কাদের।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঢেমুশিয়ায় প্রিমিয়ার লীগ-২০২৩ উদ্বোধন https://corporatesangbad.com/3484/ |