নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইল উচ্চ আদালত থেকে স্থগিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি পেয়েছে। কোম্পানিটি ২০১৭ থেকে ২০২২ সাল পরযন্ত গত ৫ বছরের এজিএম করবে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আদালতের নির্দেশের ৮ সপ্তাহের মধ্যে কোম্পানিটিকে এজিএমের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করতে হবে। স্থগিত এজিএমের জন্য পর্ষদ সভার তারিখ পরে জানাবে কোম্পানিটি।
কোম্পানিটি আরও জানায়, প্রতিষ্ঠানটি গার্মেন্টস এবং টেক্সটাইল বিভাগে সব যন্ত্রপাতির পরীক্ষা সম্পন্ন করেছে। এমনকি কোম্পানিটি পরীক্ষামূলক উৎপাদনও সম্পূর্ণ করেছে।
কোম্পানিটি আশা করছে কোম্পানির বাল্ক উৎপাদন আসন্ন ঈদের পর শুরু হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এজিএমের নির্দেশ পেল সি অ্যান্ড এ টেক্সটাইল https://corporatesangbad.com/34839/ |