নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান রূপালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করলেন দিদারুল ইসলাম।
গত ১২ জুন তিনি এ পদে যোগ দান করেন এর আগে তিনি চলতি বছরের ৭ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
জানা গেছে, এস এম দিদারুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পড়ালেখা করেছেন। তিনি ১৯৯৮ সালে বিআরসি নিয়োগের মাধ্যমে রূপালী ব্যাংক লিমিটেডে যোগদান করেন। এরপর তিনি ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালের মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারী পর্যন্ত যথাক্রমে ফেনী এবং চট্টগ্রাম (পশ্চিম) এর জোনাল ম্যানেজার ছিলেন। দিদারুল ইসলাম রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের অডিট ও পরিদর্শন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রূপালী ইনভেস্টমেন্টের সিইও হলেন দিদারুল ইসলাম https://corporatesangbad.com/34780/ |