শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে মৎস ঘেরে কাজ করার সময় বজ্রপাতে আব্দুর রউফ নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকালে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত দিনমজুর আব্দুর রউফ (৪২) বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত. শেখ আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম জানান, পুটিমারী বিলে রফিকুল ইসলাম সরদারের মৎস্য ঘেরে কাজ করছিলেন সাতজন শ্রমিক। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত ঘটে। এ সময় আব্দুর রউফের হাতে থাকা কোদাল ছিন্নভিন্ন হয়ে যায়। শরীরের কিছু অংশ পুড়ে ঘটনাস্থলে নিহত হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতের এ ঘটনাটি ঘটেছে। তিনজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। আব্দুর রউফ ঘটনাস্থলেই মারা গেছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ৩ https://corporatesangbad.com/34770/ |