33 C
Dhaka
এপ্রিল ১৭, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
খেলাধুলা

করোনার কারণে অলিম্পিক থেকে সরে দাঁড়াল উত্তর কোরিয়া

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে গত বছর টোকিয়ো অলিম্পিকের আয়োজন করা যায়নি। এবছর জুলাই মাসে আয়োজনের কথা থাকলেও উত্তর কোরিয়া নাম প্রত্যাহার করে নিল। উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রী জানিয়েছেন, করোনা থেকে খেলোয়াড়দের বাঁচাতে টোকিয়ো অলিম্পিক অংশ নেবেন না তাঁরা। এবারের অলিম্পিকে বিদেশি দর্শকদেরও আসার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছেন আয়োজকরা।

২৫ মার্চ উত্তর কোরিয়ার ক্রীড়ামন্ত্রী কিম ইল গুকের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর কোরিয়াতে স্বাস্থ্য ব্যবস্থা খুব ভাল না হওয়ায় নতুন করে ঝুঁকি নিতে চাইছে না সে দেশের সরকার। তবে উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তকে সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া। আয়োজক দেশ জাপানের অলিম্পিক মন্ত্রী তামায়ো মারুকাওয়া এই বিষয়ে আরও তথ্য চেয়েছেন উত্তর কোরিয়ার কাছ থেকে।

তবে, উত্তর কোরিয়া খেলাধুলোয় যে খুব শক্তিশালী দেশ এমনটা নয়। তবে কুস্তি, ভারোত্তলন, জিমন্যাস্টিক এই সমস্ত খেলায় তাদের কিছুটা সাফল্য রয়েছে। ২০১৬ অলিম্পিকে দুটি সোনা, তিনটি রূপো ও দুটি ব্রোঞ্জ জিতেছিল উত্তর কোরিয়া।


আরো খবর »

দুর্নীতির অভিযোগে ৮ বছর নিষিদ্ধ হিথ স্ট্রিক

উজ্জ্বল

কোহলিকে হটিয়ে ওয়ানডে ব্যাটসম্যানের শীর্ষে বাবর

উজ্জ্বল

লিভারপুলকে বিদায় করে সেমিতে রিয়াল

উজ্জ্বল