33 C
Dhaka
এপ্রিল ১৭, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
খেলাধুলা

দোয়া চাইলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে ভারতের পৌঁছেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভারতে পৌঁছেই আইপিএলে ভালো করতে সকলের কাছে দোয়া চাইলেন মুস্তাফিজ।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মুস্তাফিজ লিখেন, নিরাপদে ভারতে পৌঁছালাম। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মিশন শুরু করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই। নিউজিল্যান্ড সফর শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আইপিএল খেলার জন্য একদিন পরই দেশ ছাড়লেন মুস্তাফিজ।

মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১২ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান। মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশ থেকে খেলছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।

১ কোটি রুপিতে রাজস্থানকে দলে নেয় রাজস্থান। ১ কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকাতেই ছিলেন ফিজ।
এর আগে আইপিএলে দু’টি দলে খেলেছেন মুস্তাফিজ। ২০১৬ সালে প্রথম হায়দরাবাদ এবং ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পান তিনি।

২০১৬ আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। ঐ আসরে শিরোপাও জিতেছিলো হায়দরাবাদ। দলকে শিরোপা এনে দিতে অবদান রাখায় ঐ আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন মুস্তাফিজ।

মইন আলির জার্সি থেকে সরানো হল মদের বিজ্ঞাপন


আরো খবর »

দুর্নীতির অভিযোগে ৮ বছর নিষিদ্ধ হিথ স্ট্রিক

উজ্জ্বল

কোহলিকে হটিয়ে ওয়ানডে ব্যাটসম্যানের শীর্ষে বাবর

উজ্জ্বল

লিভারপুলকে বিদায় করে সেমিতে রিয়াল

উজ্জ্বল