সরকারি চাকরিতে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি পদ শূন্য

Posted on June 19, 2023

কর্পোরেট সংবাদ ডেস্ক : জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বর্তমানে দেশের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ প্রশাসনে সর্বমোট ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪ টি পদ শূন্য রয়েছে।

সোমবার (১৯ জুন) সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসে শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে। কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃজনের জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে বিদ্যমান শূন্যপদগুলি তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না।

এ ছাড়া উদ্বৃত্ত কর্মচারী ব্যবস্থাপনার জন্য সরকার বিধি অনুযায়ী ১০ শতাংশ শূন্যপদ সবসময় সংরক্ষণ করে থাকে। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ অধিদপ্তরেই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।