সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

Posted on June 19, 2023

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৫টি কোম্পানির ৯ কোটি ৮৯ লক্ষ ১৫ হাজার ১০৯ট শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৩৩ কোটি ২২ লক্ষ ৭৩ হাজার ৯৪৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৩.০৮ পয়েন্ট বেড়ে ৬৩১৪.১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৩৫ পয়েন্ট বেড়ে ২১৮৮.৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৪৪ বেড়ে ১৩৬৯.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টি কোম্পানীর শেয়ার।

৮লনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেঃ ইন্স্যুরেন্স, বিএসসি, এডভেন্ট ফার্মা, জেমিনী সী ফুড, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও ইন্ট্র্যাকো রিফুয়েলিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেঃ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খুলনা প্রিন্টিং, অ্যাপেক্স ট্যানারী, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স পিপি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, অ্যাপেক্স স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, সিটি জেঃ ইন্স্যুরেন্স ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭১১৭৯৯২০১৯৮৫.০০।