যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভালে বন্দুক হামলায় ২ জন নিহত, আহত ৫

Posted on June 19, 2023

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি মিউজিক ফেস্টিভালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। হামলাকারী নিজেও আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের জর্জ টাউনের কাছে ক্যাম্পগ্রাউন্ডসে ইলেক্ট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভালে হামলা চালানো হয়। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় শনিবার রাত ৮টা ২৫ মিনিটে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশকে খবর দেওয়া হয়।
শেরিফ অফিসের কার্যালয়ের মুখপাত্র কেইলি ফোরম্যান জানিয়েছেন, হামলার পরপরই সেখান থেকে পালিয়ে যান বন্দুকধারী। তবে কিছু সময় পরেই তার খোঁজ পান পুলিশ সদস্যরা। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি ছোড়া হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

জর্জ টাউনে দুদিনের মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হয়। তবে গোলাগুলির ঘটনার পরেও মিউজিক ফেস্টিভাল চলছিল। এক বিবৃতিতে ক্যাম্পগ্রাউন্ডসের কিছু অংশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার সকালে ওই মিউজিক ফেস্টিভাল বাতিল ঘোষণা করা হয়। এক বিবৃতিতে জানানো হয়, গত রাতে (শনিবার রাতে) হামলার ঘটনার কারণে দুই দিনের মিউজিক ফেস্টিভাল বাতিল করা হয়েছে।

এক সপ্তাহ আগেই অপর একটি হামলার ঘটনায় দেশটিতে কমপক্ষে তিনজন নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরও তিনজন। গত রোববার মেরিল্যান্ডের অ্যানাপোলিসে একটি বাসভবনে বন্দুক হামলা চালানো হয়।

অ্যানাপোলিস এলাকা ক্যাপিটল হিল থেকে ৩০ মাইল দূরে অবস্থিত। অ্যানাপোলিসের পুলিশ প্রধান এড জ্যাকসন জানিয়েছেন, এই ঘটনার পর সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এই ঘটনার একদিন আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়। মিশন ডিস্ট্রিক্টের আশেপাশে স্থানীয় সময় শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়। সে সময় পুলিশ জানায়, সম্ভবত এই হামলা পরিকল্পিত এবং বিচ্ছিন্ন একটি ঘটনা।