আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে তাণ্ডব চালাচ্ছে তীব্র শীত। কনকনে ঠাণ্ডায় হাড় হিম হওয়ার জোগাড়। কলকাতায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে তাপমাত্রার পারদ। উত্তর-দক্ষিণ দুই বঙ্গেই বাঘ কাঁপানো শীত। দিল্লির অবস্থাও একই। তবে সমতল ভূমির অঞ্চল দুটিতে এখন পর্যন্ত তুষার পড়তে দেখা যায়নি। সেই দৃশ্য দেখতে হলে যেতে হবে কাশ্মীর-হিমাচলের মতো পাহাড়ি অঞ্চলগুলোতে।
কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এরই মধ্যে দেখা যাচ্ছে, কেমন হবে তুষারে ঢাকা দিল্লি-কলকাতা। এআই’র মাধ্যমে তৈরি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অংশুমান চৌধুরী নামে এক টুইটার ব্যবহারকারী। ক্যাপশনে লিখেছেন, তুষারপাত হলে দেশের বড় শহরগুলোর অবস্থা এমন হতো।
টুইটারে দিল্লি ও কলকাতার কৃত্রিম ‘ফটোগ্রাফ’ শেয়ার করেছেন। তাতে দেখা যায়, কলকাতা বরফের চাদরে ঢাকা পড়েছে। তার মধ্যেই চলছে ট্রাম। আরেকটি ছবিতে দিল্লির আইকনিক ‘ইন্ডিয়া গেট’ দেখানো হয়েছে। তবে সেটিও বরফে ঢাকা।
বলাই বাহুল্য, ছবিগুলো দেখতে একেবারে স্বপ্নের মতো। ফলে শেয়ার হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়েছে সেগুলো। পোস্টের নিচে লাইক এবং কমেন্ট পড়েছে হাজার হাজার।
প্রথমে কল্পনাপ্রসূত দৃশ্যগুলো রং-তুলির আঁচড়ে নিপুণ হাতে ফুটিয়ে তুলতেন চিত্রশিল্পীরা। এরপর এলো কম্পিউটারে ফটো এডিটিং। তাতেও বেশ সময় লাগতো। কিন্তু এখন এআই’র সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডেই সম্ভব কল্পনাকে চোখের সামনে হাজির করা। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তুষারপাত হলে ঢাকা দিল্লি-কলকাতার অবস্থা কেমন হতো ? https://corporatesangbad.com/3428/ |