স্পোর্টস ডেস্ক : করোনা মহামারির কারণে গত বছরের এশিয়া কাপ ক্রিকেট স্থগিত হয়েছিল। এবারেও পিছিয়ে যেতে পারে এশিয়া কাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, ভারতের কারণে আবার স্থগিত হতে পারে এশিয়া কাপ।
পিসিবির চেয়ারম্যান এহসান মানি ও সিইও ওয়াসিম খান জানিয়েছেন, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তবে স্থগিত হয়ে যেতে পারে এশিয়া কাপ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও এশিয়া কাপের সূচি প্রায় একই সময়ে।
করাচিতে এক সাংবাদ সম্মেলনে এহসান মানি বলেন, ‘গতবছর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত হয়ে এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে মনে হচ্ছে, এশিয়া কাপ নির্দিষ্ট সময়ে আয়োজন করা সম্ভব নয়। শ্রীলঙ্কা জানিয়েছে, তারা জুনে এশিয়া কাপ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। তাই দুটি সূচির মধ্যে সংঘাত হতে পারে। তাই এশিয়া কাপ ২০২৩ সালে পিছিয়ে যেতে পারে।’
ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা প্রবল। তাই এশিয়া কাপ পিছিয়ে দেওয়া উচিত বলে মনে করেন পিসিবির সিইও ওয়াসিম খান, ‘মনে হচ্ছে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে, নিউজিল্যান্ডের মুখোমুখি হতে পারে। এ কারণে শ্রীলঙ্কায় এশিয়া কাপ সেই সময়ে আয়োজন করা সম্ভব নয়। আমরা অপেক্ষা করছি চূড়ান্ত ছবিটা দেখার জন্য। অবশ্য যদি এখন আয়োজন করা না যায়, তবে আমরা পরবর্তী এশিয়া কাপ আয়োজন করব।’