নিজস্ব প্রতিবেদক : “বাংলাদেশে সিএ ফার্মের জন্য নিরীক্ষা অনুশীলন সফটওয়্যার” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি)। বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ঢাকার কাওরান বাজারে সিএ ভবনের ৯ ম তলায় এ কর্মশালার আয়োজন করা হবে। এতে স্বাগত বক্তব্য রাখবেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) এর সভাপতি মাহমুদুল হাসান খুসরু এফসিএ। অডিট সফ্টওয়্যার প্রবর্তন এবং এর গুরুত্ব বিশদভাবে ব্যখ্যা করবেন মিসেস মারিয়া হাওলাদার এফসিএ, ভাইস প্রেসিডেন্ট- আইসিএবি এবং "বাংলাদেশে সিএ ফার্মগুলির জন্য নিরীক্ষা অনুশীলন সফ্টওয়্যার উন্নয়ন ও বাস্তবায়ন" শীর্ষক প্রকল্পের চেয়ারম্যান। অডিট অনুশীলন সফ্টওয়্যার সম্পর্কিত লাইভ ডেমো অধিবেশন: কেসওয়্যার ওয়ার্কিং পেপার পরিচালনা করবেন কেসওয়্যার এশিয়া প্রাইভেট লিমিটেডের পণ্য বিশেষজ্ঞ কেন চন।
previous post