পটুয়াখালী প্রতিনিধি : মির্জাগঞ্জের সন্তান বাংলাদেশ টুরিস্ট পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
প্রেসক্লাব সভাপতি এ্যাড মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিববুল্লাহ, সাংবাদিক মোঃ শামসুল হক, উত্তম গোলদার, মোঃ সোহাগ হোসেন, অমিতাব দাস অপু, মোঃ আবদুর রহিম সজল ও মোঃ সিয়াম রহমান হিমেল প্রমুখ।
এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল মাদকের ভয়াবহতা নির্মূলে বিশেষ দিক নির্দেশনা দেন এবং তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য বিশেষভাবে আহবান জানান।