24 C
Dhaka
মার্চ ২, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
শেয়ার বাজার

পুঁজিবাজারে আসছে মিডল্যান্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে আসছে নতুন প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। ব্যাংকটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। পুঁজিবাজারে আসতে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান-উজ্জামান ও লংকাবাংলা ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইফতেখার আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন-লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জহিরুল ইসলাম, এফসিএ, ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসান, সিএফএ, কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরিফসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র মতে, প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। ডিসেম্বর, ২০২১ সময়ের আর্থিক প্রতিবেদন দিয়ে আইপিওর জন্য আবেদন করতে চায় কোম্পানিটি।

মিডল্যান্ড ব্যাংক গত ৭ বছরে গ্রাহক পরিধি খুব বেশি বাড়াতে না পারলেও করপোরেট সুশাসনে অগ্রগতি দেখিয়েছে।

ব্যাংকটিতে ১৮ বছরের কম বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য রয়েছে এমডিবি স্কুল সেভার। কলেজের শিক্ষার্থীদের জন্য কলেজ সেভার, প্রবাসীদের জন্য প্রবাসী সেভিংস। বিদেশে বসে প্রবাসীদের হিসাব ও আমানত রাখার জন্য এমডিবি ডিজিটাল প্রবাসী সেভিংস এ ছাড়া এমডিবি ইন্টারেস্ট ফার্স্ট, ডিজিটাল সেভিংস, রিটেইল ব্যাংকিং, সুপার সেভার তো রয়েছেই। পাশাপাশি ব্যাংকটিতে রয়েছে বিভিন্ন মেয়াদি আমানত পণ্য। ব্যাংকটির এসব পণ্যের মাধ্যমে এখন পর্যন্ত ৩ হাজার ৭৬৭ কোটি টাকা আমানত সংগ্রহ করছে। আর ঋণ দিয়েছে ৩ হাজার ১৬৫ কোটি টাকা। আর ব্যাংকটিতে এখন পর্যন্ত প্রায় ২ লাখ গ্রাহক হিসাব খুলেছেন।

ঋণ দেওয়ার জন্য ব্যাংকটির রয়েছে নানা ঋণসেবা পণ্যও। খুচরা ঋণের মধ্যে অন্যতম হলো ব্যক্তিগত, গাড়ি কেনা, বাড়ি কেনা, সিকিউরড ঋণ অন্যতম। রয়েছে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের জন্য আইটি উদ্যোগ, কৃষি, এসএমই, গ্রিন ঋণ, নারী উদ্যোগসহ আরও নানা ঋণপণ্য। ব্যাংকটির রয়েছে প্রি পেইড কার্ড ও ক্রেডিট কার্ড সুবিধাও।


আরো খবর »

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৮ র্মাচ

Polash

বঙ্গজের পর্ষদ সভা ১ মার্চ

Tanvina

এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ২য় প্রান্তিক প্রকাশ

Tanvina