24 C
Dhaka
মার্চ ২, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
তথ্য-প্রযুক্তি

মঙ্গল গ্রহে সফল অবতরণ করল নাসার রোবট

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি রোবট মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছে। পারসিভেয়ারেন্স নামের এই রোবটটি বৃহস্পতিবার রাতে অবতরণের পর ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের উপ-ব্যবস্থাপক ম্যাট ওয়ালেস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গল পৃষ্ঠে রোবটটির অবতরণের মুহূর্তকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছে।

৬ চাকার এই স্বয়ংচালিত যানটি পৃথিবী থেকে তার ৪৭০ মিলিয়ন কিলোমিটার (৪৭ কোটি মাইল) পথের যাত্রা শুরু করেছিল ৭ মাস আগে। এই মহাকাশ মিশনের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল মঙ্গলের পৃষ্ঠে যানটির অবতরণের মুহূর্তটি।

এর আগে এত উন্নত যন্ত্রপাতি নিয়ে কোনও গ্রহে বৈজ্ঞানিক মিশন পাঠানো হয়নি এবং এত সম্ভাবনাময় একটা স্থানকে টার্গেট করে কোন রোবটও এর আগে কখনও নামানো হয়নি।

যেখানে এই মহাকাশ রোবটের মঙ্গলপৃষ্ঠ স্পর্শ করেছে সেই স্থানটি হলো জেযেরো ক্রেটার। উপগ্রহে পাওয়া ছবি থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন একসময় এই গহ্বরের স্থানটিতে বিশাল একটি হ্রদ থাকার লক্ষণ।

তাদের ধারণা এই হ্রদটিতে প্রচুর পানি ছিল এবং সম্ভবত সেখানে জীবনও ছিল।পারসিভেয়ারেন্সের সফল অবতরণের ফলে মঙ্গলগ্রহে অতীতে কোনও প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানার অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হবে।


আরো খবর »

‘অটো ডিলিট’ ফিচার এনেছে টেলিগ্রাম

উজ্জ্বল

সফলতার সাথে তথ্য ও প্রযুক্তি বিভাগের “ধ্বনি” বাস্তবায়ন করলো ইজেনারেশন

Tanvina

উইন্ডোস ১০ এর কী-বোর্ডের গুরুত্বপূর্ণ ১০টি শর্টকাট

উজ্জ্বল