নিজস্ব প্রতিবেদক : ব্যাংর্কাস ক্লাব অব বাংলাদশে (বিসিবিএল) ও এ এম জেড হাসপাতালরে মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠতি হয়।
এ চুক্তরি আওতায় ব্যাংর্কাস ক্লাব অব বাংলাদশেরে (বিসিবিএল) এর সকল সম্মানতি সদস্যগণ এ এম জডে হাসপাতালে র্সবোচ্চ ২৫% র্পযন্ত ছাড় পাবনে।
উক্ত অনুষ্ঠানে ব্যাংর্কাস ক্লাব অব বাংলাদেশের (বিসিবিএল) কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং এ এম জেড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. জুলফকিার আলী স্ব-স্ব প্রতষ্ঠিানরে পক্ষে চুক্তি স্বাক্ষর করনে।
ব্যাংর্কাস ক্লাব অব বাংলাদশেরে (বিসিবিএল) পক্ষ থকেে উপস্থতি ছলিনে সাধারণ সম্পাদক রাশদে আকতার, সাংগঠনকি সম্পাদক শফকিুল ইসলাম ফকরি, ব্র্যান্ড এন্ড মডিযি়া সক্রেটোরি তারকে উদ্দনি প্রমুখ। এছাড়াও এ এম জডে হাসপাতালরে উপদষ্টো মাহমুদ হোসাইন; হেড অব মার্কেটিং এবং বিজনেস স্ট্রাটিজিস ডা: সালমা নুজহাত সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।