23 C
Dhaka
মার্চ ৫, ২০২১
Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

ভক্তদের জন্য দুঃসংবাদ শাহরুখ-দীপিকা জুটির ‘পাঠান’ মুক্তি পাবে ২০২২ সাল

বিনোদন ডেস্ক : দুই বছর বিরতি কাটিয়ে আবারো সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে শুটিং সেটে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ সিনেমায় শাহরুখের সঙ্গে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। ছোট একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমানকেও।

বছরের শুরু থেকে বলিউড পাড়ায় গুঞ্জন ছিল চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে ‘পাঠান’। তবে সিনেমাপ্রেমীদের এই অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে। ২০২২ সালের প্রথমদিকে মুক্তি পাবে শাহরুখের এই ছবিটি। তার মানে চলতি বছরেও কিং খানকে পর্দায় দেখার সুযোগ হচ্ছে না।

সম্প্রতি ফিল্মফেয়ার এক প্রতিবেদনে এ তথ্যই জানিয়েছে। তারা খবরে প্রকাশ করেছে, চলতি বছরের দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা উড়িয়ে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। শিডিউলজনিত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে শুধু শাহরুখের সিনেমাই নয়, সালমানের ‘টাইগার থ্রি’ও মুক্তি পাবে আগামী বছরে।

বর্তমানে ‘পাঠান’র শুটিংয়ের জন্য দুবাই আছে সিনেমার পুরো টিম। দুবাইয়ে বেশ কিছু অ্যাকশন দৃশ্য ধারণ চলছে। চলতি বছরের মাঝামাঝিতে শেষ হবে শুটিং।


আরো খবর »

‘অচেনা উত্তম’-এ মহানায়কের ভূমিকায় শাশ্বত, সুচিত্রা হচ্ছেন ঋতুপর্ণা

উজ্জ্বল

রাখির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

উজ্জ্বল

সংগীতশিল্পী জানে আলম আর নেই

উজ্জ্বল