বৃহৎ শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেলো মতিন স্পিনিং

Posted on June 18, 2023

নিজস্ব প্রতিবেদক : ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ এর দ্বিতীয় পুরস্কার পেয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি। বাংলাদেশের বৃহৎ শিল্প ক্যাটাগরিতে (টেক্সটাইল ও স্পিনিং) উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনের জন্য এই পুরষ্কার অর্জন করে মতিন স্পিনিং।

শনিবার (১৭ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে এ শিল্পপ্রতিষ্ঠানকে স্বীকৃতি হিসেবে সনদ ও ট্রফি দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার ৬টি ক্যাটাগরিতে ৩৯টি প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ এবং দুটি ট্রেড বডি ও অ্যাসোসিয়েশনকে ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২১’ দেওয়া হয়।