চুয়াডাঙ্গা প্রতিনিধি: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সদরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সমর্থকদের হাতে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে আজ রোববার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে।
এদিন চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা সংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য এম এম আলাউদ্দিন প্রমুখ।
আরও বক্তব্য রাখেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, ৭১ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি এম এ মামুন ও নাগরিক টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক। সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। বক্তারা আরও বলেন, অপরাধীদের কোনো দল নেই। তাদের পরিচয় শুধুমাত্র অপরাধী। তাই এসব অপরাধীকে শাস্তির আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ১৪ জুন হামলার শিকার এই সাংবাদিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন মারা যান।
সকল অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল https://corporatesangbad.com/34020/ |