ভারতের পাম অয়েল আমদানি কমেছে ১৫ শতাংশ

Posted on June 18, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : গত মে মাসে ভারতে ৪ লাখ ৩৯ হাজার ১৭৩ টন পাম অয়েল আমদানি করেছে। ২০২২ সালের মে মাসে দেশটি ৫ লাখ ১৪ হাজার ২২ টন পাম অয়েল আমদানি করে। সে হিসাবে আমদানি প্রায় ১৫ শতাংশ কমেছে। তবে ওই মাসে অপরিশোধিত সূর্যমুখী তেল আমদানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভারত বিশ্বের শীর্ষ উদ্ভিজ্জ তেল ক্রেতা দেশ। গত মে মাসে দেশটির মোট উদ্ভিজ্জ তেল আমদানি ১০ লাখ ৫৮ হাজার ২৬৩ টনে নেমেছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১০ লাখ ৬১ হাজার ৪১৬ টন। মোট ভোজ্যতেল আমদানিতে পাম অয়েলের হিস্যা প্রায় ৫৯ শতাংশ।

সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যমতে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ভারতের পাম অয়েল আমদানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ লাখ ৪৮ হাজার ৩৯৬ টনে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৩৭ লাখ ৩৯ হাজার ৭৮৩ টন।

সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক বি ভি মেহতা বলেন, গত ছয় মাসে উদ্ভিজ্জ তেল আমদানিতে পাম অয়েলের হিস্যা ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৯ শতাংশে উন্নীত হয়েছে। তবে গত দুই মাসে পাম অয়েলের পরিবর্তে সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের হিস্যা বেড়েছে।

পাম অয়েল পণ্যগুলোর মধ্যে অপরিশোধিত পাম অয়েল আমদানি কমে ৩ লাখ ৪৮ হাজার টনে নেমেছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৪ লাখ ৯ হাজার টন। আরবিডি পাম অলিন আমদানি ১ লাখ টন থেকে কমে ৮৫ হাজার ২০৫ টনে নেমেছে। অপরিশোধিত পাম কারনেল অয়েল আমদানি ৪ হাজার ২৬৫ টন থেকে ৫ হাজার ৮৫০ টনে উন্নীত হয়েছে।

অন্যান্য উদ্ভিজ্জ তেলের মধ্যে গত মাসে ভারতের সয়াবিন তেল আমদানি কমে ৩ লাখ ১৮ হাজার টনে নেমেছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৩ লাখ ৭৩ হাজার টন। সূর্যমুখী তেল আমদানি লক্ষণীয় মাত্রায় বেড়ে ২ লাখ ৯৫ হাজার টনে উন্নীত হয়েছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১ লাখ ১৮ হাজার টন।