মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ইয়াবা ও বিদেশি সিগারেটসহ তিন জনকে আটক করা হয়েছে।শনিবার (১৭ জুন) সকাল ১১ টার সময় চকরিয়া থানার চকরিয়া থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে চকরিয়া উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজরা বন বিভাগের চেকপোস্টে পৃথক তিনটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালিয়ে ২২০০ পিস ইয়াবা ও ৪৭০ প্যাকেট বিদেশি সিগারেটসহ তিন জনকে আটক করা হয়।
২২০০ পিছ ইয়াবা নিয়ে আটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সমিতি পাড়ার জয়নাল আবেদিনের স্ত্রী আম্বিয়া খাতুন (৩০) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরি পাড়ার আবদুর রহমানের পুত্র মোহাম্মদ মুনাইম(৫৫)।
এছাড়া ৪৭০ প্যাকেট বিদেশি সিগারেট নিয়ে আটক ব্যক্তির নাম হল চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কুলাগাও এলাকার জুহুর আহমেদের পুত্র ইকবাল হোসেন(৩২)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিশেষ ক্ষমতার আইনে মামলা রুজু করে চকরিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় ইয়াবা ও বিদেশি সিগারেটসহ আটক -৩ https://corporatesangbad.com/33881/ |