দুই দিনেও ডাম্পিং কাজ শুরু না হওয়ায়, ইউএনও'র অপসারণ দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

Posted on June 17, 2023

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় দুই দিনেও জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু না হওয়ায় এলাকাবাসী ইউএনও'র অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার ১৭ জুন বিকেলে চর সলিমাবাদ এলাকার যমুনা নদীর পাড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভা.) মোহাম্মদ সাইফুল ইসলামের অপসারণ ও দ্রুত জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরুর দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।,
এর আগে বৃহস্পতিবার বিকেলে জিও ব্যাগে ব্যবহৃত বালু যমুনা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ডাম্পিং কাজের দুই শ্রমিক ও পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কামরুল ইসলামকে আটক করেন এবং ডাম্পিং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই শ্রমিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ও পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কামরুল ইসলামকে ছেড়ে দেন।,

ভাঙ্গন এলাকার জিও ব্যাগ ডাম্পিং কাজ বন্ধের নির্দেশ দেওয়ায় এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। গত দুই দিনেও ডাম্পিং কাজ শুরু না হওয়ায় আজও বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অপসারণ দাবি করে।এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভা.) মোহাম্মদ সাইফুল ইসলামের মুঠো ফোনে কল করা হলে তিনি রিসিভ করেনি।