মসলার দাম বেড়েছে, কড়া নজর দিচ্ছি : বাণিজ্যমন্ত্রী

Posted on June 17, 2023

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘মসলা, আদা ও মাংসের দাম বেড়েছে, সেদিকে আমরা কড়া নজর দিচ্ছি। কিছু মাধ্যম শ্রেণির ব্যবসায়ী আছেন, যারা জিনিসের দাম বাড়ানোর সুযোগ খোঁজেন।’

শুক্রবার (১৬ জুন) বিকালে রংপুর নগরীর চিকলী পার্ক এলাকায় তার বাসভবনে এলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যেসব জায়গায় ভারতীয় পেঁয়াজ এসেছে সেখানে দাম ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি পেঁয়াজের দাম এখনও কমেনি।’

টিপু মুনশি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বাড়ে সে জন্য দেশের প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী অভিযান পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। তবে কোনও কারণে ব্যবসায়ীরা হঠাৎ যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষের কষ্ট হবে। সে কারণে খুব ব্যালেন্স করে এগোতে হয়।’

তিনি বলেন, ‘ভারত থেকে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ এখনও আসা শুরু হয়নি। এখন দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা ডিসট্রিবিউশন সমস্যা। আশা করি দাম কমে আসবে।’

এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘কোরবানির ঈদে মাংসের দাম বাড়বে না। গরিব মানুষের মাংসের সমস্যা হবে না। কারণ যারা কোরবানি দেন তারা গরিবদের মাঝে মাংস বিতরণ করেন।’

আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী মাসে তেল, ডাল ও চিনির পাশাপাশি চালও ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। এক কোটি মানুষ এ সুবিধা পেলেও বাস্তবে ৫ কোটি মানুষ এর সুফল ভোগ করে। পণ্যের দাম কমছে, তবে ধীরগতিতে। এক শ্রেণির ব্যবসায়ীরা এর সুযোগ নিচ্ছে।’