চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ড পৌরসদরের চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় প্রিয়া রানী ঋষি (১৫) নামের এক কিশোরী নিহত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রিয়া রানী ঋষি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং এলাকার বাসিন্দা। সে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় জনৈক মফিজের বাসায় ভাড়ায় থাকতো মা-বাবার সঙ্গে। পাশাপাশি বাঁশবাড়িয়া ইউনিয়নে একটি জুতা তৈরির কারখানায় মা ও বাবার সঙ্গে শ্রমিকের কাজ করতো।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাত হোসেন জানান, রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে বাইপাস এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রাক প্রিয়া রানী ঋষিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষে কোনও মামলা করা হবে না বলে তারা জানিয়েছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চট্টগ্রামে ট্রাক চাপায় নিহত ১ https://corporatesangbad.com/3380/ |