কর্পোরেট সংবাদ ডেস্ক বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল) এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, SEA-ME-WE-5 কনসের্টিয়ামের সিডিউল অনুযায়ী আগামী ৩০শে জানুয়ারি, ২০২১ খ্রিঃ তারিখে বাংলাদেশ সময় রাত ০২:০০ ঘটিকা থেকে ভোর ০৬:০০ ঘটিকা পর্যন্ত অর্থাৎ ০৪(চার) ঘন্টা সময়, SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবলে রক্ষণাবেক্ষণজনিত কাজ করার পরিকল্পনা কনসোর্টিয়াম কর্তৃক হাতে নেওয়া হয়েছে।
উল্লেখিত, সময়কালে SMW-5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সকল সার্কিটসমূহ বন্ধ থাকবে। তবে, উক্ত সময়ে SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবল ও ITC অপারেটর সমূহের সার্কিটগুলি চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময় ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।
উল্লিখিত রক্ষণাবেক্ষণকালীন সময় সম্মানীত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। প্রেস বিজ্ঞপ্তি।