নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩০.৫৩ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ২৩ লাখ ৬৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ০৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৩৩ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা।
অ্যাপেক্স ট্যানারি লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪.৮১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৩৩ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৬ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার কমপ্লেক্স, পেপার প্রসেসিং, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, আজিজ পাইপস, ইয়াকিন পলিমার, স্ট্যাইল ক্রাফট ও মেট্রো স্পিনিং লিমিটেড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাপ্তাহিক গেইনারের শীর্ষে খুলনা প্রিন্টিং https://corporatesangbad.com/33745/ |