নিজস্ব প্রতিবেদক : গত কয়েক বছর ধরে বেনাপোল কাস্টম হাউজে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এরই ধারাবাহিকতায় চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১০৬ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব ঘাটতিতে রয়েছে কাস্টমস।
প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯৯৬ কোটি ১৪ লাখ টাকা। তার বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ৮৮৯ কোটি ৭৩ লাখ টাকা। তবে গত বছরের এ সময়ের তুলনায় ৩৪২ কোটি টাকার রাজস্ব বেশি আদায় হয়েছে। সেই হিসাবে এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২২.১২ শতাংশ।
এ ব্যাপারে বেনাপোল কাস্টম হাউজের পরিসংখ্যান শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা শামীম হোসেন জানান, ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৯৭ লাখ টাকা। তার বিপরীতে আদায় হয়েছিল ১ হাজার ৫৪৭ কোটি ৩৮ লাখ টাকা। তবে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে স্থলপথের পাশাপাশি রেলপথেও আমদানি বেড়েছে। এর ফলে গত বছরের তুলনায় এ বছর রাজস্ব ঘাটতি কমতে পারে।