নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে তার প্যারেন্ট কোম্পানি থেকে ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বার্জার সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তার প্যারেন্ট কোম্পানি জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্ট (এশিয়া) লিমিটেড থেকে ৬ কোটি মার্কিন ডলার ঋণ নেবে। একাধিক ধাপে এই ঋণের অর্থ ছাড় করা হবে এ বিষয়ে কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বিডা এই চুক্তিকে অনুমোদন করেছে।
গত ১২ এপ্রিল বার্জার পেইন্টস ঋণ সংক্রান্ত ওই চুক্তি সই করার সিদ্ধান্ত নেয়। ব্যাংকে ডলারের কিছুটা সংকট থাকায় কাঁচামাল আমদানির জন্য সহজে ঋণপত্র খোলার বিষয়টি নিশ্চিত করতে ঋণ নেওয়ার ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বার্জার সূত্রে জানা যায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
প্যারেন্ট কোম্পানি থেকে বার্জারের ঋণের প্রস্তাবে বিডার অনুমোদন https://corporatesangbad.com/33699/ |