নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী এসএমই পণ্য মেলা-২০২১। ১৮ জানুয়ারি বিসিকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।
আজ (১৮ জানুয়ারি) সকালে বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, এনডিসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ এসএমই ফোরামের সভাপতি চাষী মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, অতিরিক্ত সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়সহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর সহযোহিতায় বাংলাদেশ এসএমই ফোরাম এ মেলার আয়োজন করেছে।
মেলায় ৩০টি স্টলে স্থান পেয়েছে ১০০জন উদ্যোক্তা ৬৪ জেলার ঐতিহ্যবাহী এসএমই পণ্য। মেলায় শাড়ি- কাপড়, থ্রিপিচ, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাতপণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, বুটিক, বাটিক, মধু, তৈজসপত্র, পাটজাত পণ্যসহ বিভিন্ন দেশিয় এসএমই পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তাগণ।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।