20 C
Dhaka
জানুয়ারী ১৯, ২০২১
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
কর্পোরেট সংবাদ

“বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আইএফআরএস বাস্তবায়নের অবস্থা” শীর্ষক ভার্চুয়াল সেমিনার ১৬ জানুয়ারি


নিজস্ব প্রতিবেদক : “বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আইএফআরএস বাস্তবায়নের অবস্থা” শীর্ষক একটি ভার্চুয়াল সদস্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি)।

শনিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় জুম অ্যাপের মাধ্যমে “বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আইএফআরএস বাস্তবায়নের অবস্থা” শীর্ষক একটি ভার্চুয়াল সদস্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইয়েদুর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহন করবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার; অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল ইসলাম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।

সম্মেলনে সভাপতিত্ব করবেন হাওলাদার ইউনূস অ্যান্ড কো, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এর অংশীদার, মোহাম্মদ আল মারুফ খান, এফসিএ।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মোঃ আবদুল কাদের জোয়াদ্দার এফসিএ, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) এর ভাইস প্রেসিডেন্ট (শিক্ষা ও পরীক্ষা) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা।

সম্মেলনের মূল প্রবন্ধগুলিতে তাদের মতামত জানাতে প্যানেলবাদক হিসাবে সম্মেলনে যোগদান করবেন এম আনোয়ারুল করিম এফসিএ, সিপিএ (ইউএসএ), সিএফই, নির্বাহী পরিচালক, স্ট্যান্ডার্ড সেটিং বিভাগ, বাংলাদেশের আর্থিক প্রতিবেদন কাউন্সিল; মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এফসিএ, এসিএ (ইংল্যান্ড এবং ওয়েলস), নির্বাহী পরিচালক, ফিনান্সিয়াল রিপোর্ট মনিটরিং বিভাগ, বাংলাদেশের ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং আশরাফ-উজ-জামান আলী এফসিএ, পরিচালক, নিরীক্ষা ও পরামর্শদাতা পরিষেবাদি, রহমান রহমান হক, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস।

সম্মেলনের ইউআরএল: https://zoom.us/j/94075575469?

pwd=bDRnSML2OHhUbUlNMzZvM1ZBK1lXQT09

সম্মেলন আইডি: 940 7557 5469, পাসকোড: 2021


আরো খবর »

ইসলামী ব্যাংকের সফল নারী উদ্যোক্তা শাহিদা পারভীনকে সংবর্ধনা

উজ্জ্বল

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নারায়নগঞ্জ শাখা স্থানান্তর

উজ্জ্বল

প্রাইম ইসলামী লাইফের ডিনার পার্টি অনুষ্ঠিত

Polash