কর্পোরেট সংবাদ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী শিবিরে মোচনী ক্যাম্পে আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল নাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের তীব্রতা বেশ ভয়াবহ ছিল। তবে বড় কোন ক্ষয়ক্ষতির আগেই তারা সেটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন।
টেকনাফ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, বুধবার রাত দুইটা বিশ-পঁচিশ মিনিটের সময় আগুন লাগে। আর ভোর সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোন হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
একটা ঘরে যখন আগুন লেগেছে, তখন অন্যরা সবাই নিরাপদভাবে বের হয়ে গেছে। তিনি বলেন, আগুনে ২৬ নম্বর মোচনী শরণার্থী শিবিরের ই-ব্লক পুরোপুরি পুড়ে গেছে। এই ব্লকে প্রায় ১২০টির মতো ঘর ছিল।
এসব ঘরে এক হাজারের বেশি মানুষ বসবাস করতো বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এরা সবাই রোহিঙ্গা শরণার্থী।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নাথ বলেন, শরণার্থী শিবিরের ঘরগুলো একটা আরেকটার গায়ে লেগে থাকার কারণে সহজেই এক ঘর থেকে আরেক ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। এই ঘরগুলো টিন, বাঁশের বেড়া আর প্লাস্টিক দিয়ে তৈরি ছিল। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা বলছেন।
ফায়ার সার্ভিস বলছে, সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছে।তবে আগুনের এ বিষয়ে তদন্তের আগে নিশ্চিত হওয়া যাবে না বলেও জানান নাথ। এতো রাতে কারো গ্যাস সিলিন্ডার জ্বালানোর কথা না,” বলেন তিনি।-বিবিসি।
শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের ৪ ঘণ্টা পর প্রতিপক্ষ প্রার্থীর লাশ উদ্ধার
ঝিনাইদহে ট্রাক-নসিমন সংঘর্ষ, নিহত ৭