নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সাথে ইনিস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি মাহমুদুল হাসান খুসরু এফসিএ, সৌজন্য সাক্ষাত করেছেন।
বুধবার (১৩ জানুয়ারী) জিওবি কার্যালয়ে মোঃ সিরাজুল ইসলাম ও মাহমুদুল হাসান খুসরু, এফসিএ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় আইসিএবির সহ-সভাপতি মারিয়া হাওলাদার এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বোস এবং বিআইডিএ পরিচালক মোঃ আরিফুল হক উপস্থিত ছিলেন।
বৈঠক আলোচনায় এফডিআই, নিরীক্ষণ পরামর্শক পরিবেশের এবং দেশের অর্থনীতির উন্নয়নের সাথে যুক্ত দিক সম্পর্কিত পেশাদার বিষয়গুলির উপর আলোকপাত করা হয়।
বিআইডিএর নির্বাহী চেয়ারম্যান বিভিন্ন ক্ষেত্রে সিএ পেশাদারদের দক্ষতা বৃদ্ধির জন্য আইসিএবির উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ আকৃষ্ট করতে উদ্যোগীদের সিএ-এর সহযোগিতা চেয়েছিলেন।