নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার লিমিটেড ও দি পেনিনসুলা চিটাগাং লিমিটেড শেয়ারহোল্ডারদেরকে নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, খুলনা পাওয়ার লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের অর্জিত লভ্যাংশের নগদ অংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক এ্যাকাউন্টে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে গত ১০ জানুয়ারী পাঠিয়ে দিয়েছে। কোম্পানিটি আরও জানায় যে সকল শেয়ারহোল্ডারদের বিইএফটিএন সিস্টেমস নেই তাদের কে নিবন্ধিত ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ লভ্যাংশ ওই দিন পাঠিয়ে দেয়া হয়েছে। কোম্পানিটি উক্ত অর্থবছরে ৩৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যার ৩৪ শতাংশই নগদ লভ্যাংশ।
অপরদিকে, দি পেনিনসুলা চিটাগাং লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের অর্জিত লভ্যাংশের নগদ অংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক এ্যাকাউন্টে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। কোম্পানিটি উক্ত অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যার ১০ শতাংশই নগদ লভ্যাংশ ।