স্পোর্টস ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। যদিও শোয়েব নিজেই টুইট করে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
রবিবার রাতে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফটে অংশ নিতে যাচ্ছিলেন। যাবার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। শোয়েব মালিকের গাড়ির সামনের দিক দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে কোনও রকম আঘাত লাগেনি তাঁর। তিনি অক্ষত আছেন।
রাতেই টুইট করে শোয়েব মালিক জানান, “আল্লাহর আশীর্বাদে আমি সুস্থ আছি। হঠাৎ করেই এমন দুর্ঘটনা ঘটে। যাঁরা আমাকে ভালাবাসা এবং সুস্থতা কামনা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শোয়েব মালিকের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে। মালিকের সঙ্গে ছিলেন তার জাতীয় দলের সতীর্থ ওয়াহাব রিয়াজ। দুর্ঘটনার পর অক্ষত আছেন এই পাকিস্তানি বাঁহাতি ফাস্ট বোলারও।
বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে শুরু সকাল সাড়ে ১১টায়