বিনোদন ডেস্ক : ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। এবার বড় পর্দায় ডেবিউ করে ফেললেন ভারতের জাতীয় ক্রিকেট দল থেকে অবসর নেয়া ইরফান পাঠান। শুক্রবার (৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘কোবরা’র টিজার। এই ছবিতে তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায় দেখা যাবে ইরফানকে।
‘কোবরা’তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা বিক্রম। ছবিতে ইরফান পাঠানের চরিত্রটির নাম আসলান ইলমাজ। যিনি কিনা খুঁজে বেড়াচ্ছেন কোবরাকে। আর এই কোবরা হলেন একজন গণিতজ্ঞ। কোবরার চরিত্রেই অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা বিক্রম। শোনা যাচ্ছে, ছবিতে মোট ২০রকম লুকে দেখা যাবে বিক্রমকে। কোবরা রূপী বিক্রমকে আসলান রূপী ইরফান ধরতে পারবেন কিনা তা ছবি মুক্তির পরই বোঝা যাবে।
এই বছর গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল ‘কোবরা’ ছবিটির। তবে করোনার কারণে ‘কোবরা’ শ্যুটিং বন্ধ হয়ে যায়। রাশিয়া থেকে ফিরে আসে গোটা টিম। পরিস্থিতি একটু ঠিক হতে ফের শুরু হয়েছে ছবির কাজ। তবে ‘কোবরা’র মুক্তি কবে, তা এখনও নির্মাতাদের তরফে জানানো হয়নি।
নায়ক রোশান বাবার জন্য নির্বাচনী মাঠে
টিজারেই কেজিএফ ২ ভেঙে দিচ্ছে সব রেকর্ড