20 C
Dhaka
জানুয়ারী ১৯, ২০২১
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

টিজারেই কেজিএফ ২ ভেঙে দিচ্ছে সব রেকর্ড

বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেল ‘কেজিএফ ২’ সিনেমার প্রথম টিজার। গত বছরের ডিসেম্বরে ঘোষণা আসে অভিনেতা যশের জন্মদিনে চমক হিসেবে থাকছে ‘কেজিএফ ২’র প্রথম টিজার। জন্মদিনের ১দিন আগেই হোমবেল ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে ৭ জানুয়ারি রাতে ছড়িয়ে পড়ে টিজারটি। আর মুক্ত হয়েই তুলকালাম বাঁধিয়ে দিয়েছে টিজারটি। বলিউড তো বটেই বিশ্ব মাতানো হলিউডের অনেক চলচ্চিত্রও পেছনে পড়ে যাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের এ ছবিটির কাছে।

খোঁজ নিতে গিয়ে দেখা গেল, একদিনের ভিউ বিচারে ‘কেজিএফ ২’ -এর টিজারটি ছাড়িয়ে গেছে সব ভারতীয় ছবিকে। এর আগে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সাহো’র টিজার একদিনে ভিউ হয়েছিল ২২.৫ মিলিয়ন। আর সেটিকে ‘কেজিএফ-২’ টপকে গেছে মাত্র ১০ ঘণ্টায়।

প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে এতে ভিউ হয়েছে ৭৮ মিলিয়ন! এখন পর্যন্ত টিজারটি দেখেছেন ৯ কোটি ৭২ লাখ ৪ হাজারেরও বেশি দর্শক। আশা করা হচ্ছে ১০ জানুয়ারিতে পা দেয়ার আগেই ১ কোটি ভিউ অতিক্রম করবে টিজারটি।এভাবে এগুতে থাকলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ট্রেলারের ২৮৯ মিলিয়ন ভিউকেও শিগগিরই পেছনে ফেলে দেবে ‘কেজিএফ-২’-এর টিজার।

২ মিনিট ১৭ সেকেন্ডের টিজারে দেখা মেলে ছোট রকির (যশের)। পরবর্তীতে সেই রকিই কোলার গোল্ড ফিল্ডের অত্যাচারী উত্তরাধিকারী গরুড়া’কে হত্যা করার জন্য নিযুক্ত হয়। সিনেমাটির ‘পাওয়ারফুল পিপল কাম ফ্রম পাওয়ারফুল প্লেসেস’ সংলাপটিও ভাইরাল হয়েছে।

এবারের কিস্তিতে চমক হিসেবে রয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। যশ-সঞ্জয় ছাড়াও এবারের কিস্তিতে অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যুত কুমার প্রমুখ।

ছবির প্রযোজক বিজয় কিরাগান্দুর ও কার্তিক গোওদা। পরিচালক হিসেবে আছেন প্রশান্ত নিল। তিনিই লিখেছেন ছবির গল্প। গ্যাংস্টারদের নিয়েই সিনেমাটির কাহিনি।


আরো খবর »

অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই

Tanvina

শেখ হাসিনা চরিত্র থেকে বাদ পড়লেন হিমি

উজ্জ্বল

রিয়াকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে, প্রতিবাদ মহেশ ভাটের স্ত্রীর

উজ্জ্বল