ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ সন্ধ্যায় আঘাত হানবে

Posted on June 15, 2023

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রচণ্ড শক্তি নিয়ে ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে এবং এ ঘূর্ণিঝড় আজ সন্ধ্যায় আঘাত হানবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় ভারতের গুজরাটের কুচ, সৌরাষ্ট্র বিভাগে এটি আঘাত হানবে বলে জানায় ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।

এদিকে, ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতির অংশ হিসেবে গুজরাটের উপকূলীয় ও নিচু এলাকা থেকে ৭৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং রাজ্যের বিভিন্ন স্থানে অরেঞ্জ এবং ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

‘অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়’-এর প্রভাবে উপকূলে ১৩০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে এবং গুজরাটের কুচ, দেবভূমি দরগা ও জামনগরে অতিবৃষ্টি হতে পারে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিন্ধু প্রদেশের উপকূলীয় এলাকা থেকে ৬৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী শেরি রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টায় এটি তাদের কেটি বন্দরে আঘাত হানতে পারে। সূত্র: এনডিটিভি