দি প্রিমিয়ার ব্যাংকের ১২.৫০% নগদ এবং ৭.৫০% স্টক লভ্যাংশ অনুমোদিত

Posted on June 14, 2023

নিজস্ব প্রতিবেদক : দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (১৪ জুন) সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এবারের বার্ষিক সাধারণ সভায়, নিরীক্ষীত বার্ষিক প্রতিবেদন, ১২.৫০% নগদ এবং ৭.৫০% স্টক লভ্যাংশ ও সকল এজেন্ডা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

এছাড়াও শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানীর নাম পরিবর্তন করে নতুন নাম – ”দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি” অনুমোদন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ। ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল সহ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন, এমপি; আব্দুস সালাম মুর্শেদী, এমপি; এম. ইমরান ইকবাল (চেয়ারম্যান রিস্ক
ম্যানেজমেন্ট কমিটি), শফিকুর রহমান, জামাল জি. আহমেদ, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক, কাইজার এ চৌধুরী, বিকল্প পরিচালক এ.এইচ.এম. ফেরদৌস, কনসালট্যান্ট এম. শহীদুল ইসলাম, কোম্পানি সচিব মোঃ আকরাম হোসেন, এফসিএস এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে ডাঃ এইচ. বি. এম. ইকবাল, ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং গণমাধ্যমসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান ও সকলের সুস্থতা কামনা করেন। এছাড়াও তিনি অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করতে আহবান জানান। সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ, ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম, এফসিএমএ, ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অনুমোদিত মুলধন ১ হাজার ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মুলধন ১ হাজার ১৪৭ কোটি ৩৮ লাখ টাকা। ব্যাংকটির রিজার্ভের পরিমান ১ হাজার ৮৯ কোটি ৫ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১১৪ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৮০০। ব্যাংকটির মোট শেয়ারের মধ্যে ৩৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের হাতে, এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩ দশমিক ৬৩ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০ দশমিক ৮২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪০ দশমিক ৫৮ শতাংশ শেয়ার।

ব্যাংকটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। ১৪ জুন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১২ টাকা ৮০ পয়সা।