সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে

Posted on December 25, 2022

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৮টি খাতে। বাকী ১টি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বিবিধ খাতে। এই খাতে ২.৩৩ শতাংশ দর কমেছে। এরপরে ট্যানারি খাতে ৯৮ শতাংশ এবং সিরামিক খাতে দশমিক ৮৬ শতাংশ করে দর কমেছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে দশমিক ২৮ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ০২ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ১১ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৫৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ২৯ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ১৩ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৬৮ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে ৮ খাতে। খাতগুলো হচ্ছে- সাধারণ বিমা, আইটি, পাট, কাগজ, ওষুধ ও ভ্রমণ-অবকাশ খাত।