ব্যাংককে আইওএসসিও’র এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির সভা

Posted on June 13, 2023

নিজস্ব প্রতিবেদক : ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এর বার্ষিক সভা থাইল্যান্ডের ব্যাংককে ১৩ থেকে ১৫ জুন অনুষ্ঠিত হবে। আইওএসসিও এর উদ্যোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (১৩ জুন) সভার অংশ হিসেবে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) একটি সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) ও আইওএসসিও – এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সম্মানিত ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সভার শুরুতে আইওএসসিও’র ডেপুটি সেক্রেটারি জেনারেল তাজিনদার সিং বোর্ড সভার আলোচনার উপর আলোকপাত করেন। এরপর আইওএসসিও’র বোর্ডের চেয়ারম্যান এবং বেলজিয়ামের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড মার্কেটিং অথরিটির চেয়ারম্যান জিয়ান পার্ল সার্ভাইস সভায় উপস্থিত এপিআরসি’র সদস্যদের শুভেচ্ছা বিনিময় করে তার মতামত তুলে ধরেন।

এপিআরসি সভায় সিঙ্গাপুর, চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, লাগুস, কম্বোডিয়া, চাইনিজ তাইপে, মালদ্বীপ, ব্রুনাই শ্রীলঙ্কা, নেপাল সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।