আন্তর্জাতিক ডেস্ক : এক অনুষ্ঠানে ৪ হাজার ২৮৬ জনের, অর্থাৎ ২ হাজার ১৪৩ জুটির বিয়ের আয়োজন করে বিশ্বরেকর্ড গড়লো ভারত। গত ২৬ মে রাজস্থানের বারান এলাকায় অনুষ্ঠিত হয়েছে এই গণবিয়ে। এদিন ১২ ঘণ্টা ও ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ বিয়ের নতুন দুটি বিশ্বরেকর্ড গড়েছেন অংশগ্রহণকারীরা। এর আগে, ২০১৩ সালে ইয়েমেনে ৯৬৩ জুটির বিয়ে ছিল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বিয়ের রেকর্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, রাজস্থানের ওই অনুষ্ঠানে হিন্দু-মুসলিম উভয় রীতিতে বিয়ের আয়োজন করা হয়েছিল। এর আয়োজক ছিল শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের বিয়ে করতে সহযোগিতার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
জানা যায়, গত ২৬ মে সকালে বারান শহরের উপকণ্ঠে অবস্থিত নির্ধারিত স্থানে জড়ো হতে শুরু করেন হবু বর-বধূরা। মাত্র ছয় ঘণ্টারও কম সময়ের মধ্যে তাদের সবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।
হিন্দু জুটিগুলোর বিয়ে পড়াতে ডাকা হয়েছিল সংশ্লিষ্ট সম্প্রদায়ের পুরোহিতদের। মুসলিমদের বিয়ে পড়ান আশপাশের এলাকাগুলো থেকে আসা কাজিরা। অনুষ্ঠানস্থলে উপস্থিত সরকারি কর্মকর্তারা সব আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর প্রত্যেক দম্পতিকে বিয়ের সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ জৈন ভায়া। তাদের কাছ থেকে আশীর্বাদের পাশাপাশি উপহারও পেয়েছেন নবদম্পতিরা।
এসব উপহারের মধ্যে ছিল নববধূর জন্য গহনা, আরামদায়ক ম্যাট্রেস, রান্নাঘরের জিনিসপত্র, টেলিভিশন, রেফ্রিজারেটর, কুলার ও একটি ইন্ডাকশন কুকার।
বিয়ে শেষে নবদম্পতি ও তাদের সঙ্গে আসা কয়েক হাজার অতিথির খাবারের জন্যেও ছিল বিশাল আয়োজন। সূত্র: হিন্দুস্তান টাইমস
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এক অনুষ্ঠানে ৪২৮৬ জনের বিয়ের বিশ্বরেকর্ড https://corporatesangbad.com/33161/ |