18 C
Dhaka
জানুয়ারী ১৮, ২০২১
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
শেয়ার বাজার

ডিএসইর সিআরও পদে শর্ট লিস্টে ৭জন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) পদে ৭ প্রার্থী প্রাথমিকভাবে বাছাই করেছে এনআরসি কমিটি (নিয়োগ সংক্রান্ত)। আগামী ১১ ডিসেম্বর এই ৭ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

জানা যায়, ডিএসইর সিআরও পদে ২৪জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রার্থীদের আবেদনপত্র যাচাই বাছাই করে সাতজনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। আগামী১১ ডিসেম্বর এই ৭ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

গত বছরের ২৪ ‍ডিসেম্বর একেএম জিয়াউল হাসান খান অসুস্থতার কারণে ডিএসইর সিআরও পদ থেকে পদত্যাগ করেন।তারপর থেকে ডিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ ভারপ্রাপ্ত সিআরও হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন সিআরও পেতে গত মাসে ডিএসই পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এতে নির্ধারিত সময়ে মোট ২৪জন প্রার্থী আবেদন জমা দেন। সেখান থেকে ৭ জনের শর্ট লিস্ট করা হয়েছে। এদের মধ্য থেকে নতুন সিআরও আগামী ৩ বছরের জন্য নিয়োগ পাবেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১২ জুন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে একেএম জিয়াউল হাসান খান যোগ দেন। এরপর ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী সময়ে সিআরও হিসেবে ২০১৪ সালের এপ্রিলে ৩ বছরের জন্য নিয়োগ পান। প্রথম দফার মেয়াদ শেষে আরো তিন বছরের জন্য তার মেয়াদ নবায়ন করা হয়। এ বছরের এপ্রিলে তার দ্বিতীয় দফার মেয়াদ শেষ হয়।


আরো খবর »

শাইন পুকুর সিরামিকসের বোর্ড সভা ২৮ জানুয়ারি

Tanvina

২ কোম্পানির বোনাস বিওতে প্রেরণ

Tanvina

এনার্জিপ্যাকের লেনদেন শুরু আগামীকাল

Tanvina