15 C
Dhaka
জানুয়ারী ২৫, ২০২১
Latest BD News – Corporate Sangbad | Online Bangla NewsPaper BD
বিনোদন

করোনায় আক্রান্ত ববি দেওল

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং বিজেপি সংসদ সদস্য ববি দেওল। হিমাচল প্রদেশের স্বাস্থ্য সম্পাদক অমিতাভ ওয়াস্তি তার করোনা সংক্রমণের খবরটি নিশ্চিত করেন।

করোনা পরীক্ষা পজেটিভ আসার পর ববি দেওয়ল এক বিবৃতিতে জানান, ‘মঙ্গলবার (১ ডিসেম্বর) করোনা পরীক্ষা পজিটিভ আসে আমার। বর্তমানের শারীরিক তেমন কোনো সমস্যা নেই। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমি বর্তমানে আইসোলেশন এ আছি।

তবে আমার অনুরোধ, শেষ কয়েকদিন যারা আমার কাছে এসেছেন তারা নিজ দায়িত্বে আইসোলেশনে থাকুন।’

ববি দেওয়ল বর্তমানে ‘আপ্নে ২’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২১ সালে।

প্রসঙ্গত, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ববি দেওল। ১৯৯৫ সালে ‘বারসাত’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা করেন। সাফল্য পেতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি ববিকে। সিনেমাটির জন্য সেই বছরই ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিষেক অভিনেতার পুরস্কার লাভ করেন।

চলতি অক্টোবরে সেই যাত্রার ২৫ বছর পূর্ণ করলেন এই অভিনেতা। ভক্তদের সামনে এখনো তিনি হাজির হচ্ছেন সিনেমা কিংবা ওয়েব সিরিজ দিয়ে। সেগুলো তাকে এই বয়সেও প্রশংসিত করছে। যা নিজের জন্য সৌভাগ্যের বলে মনে করেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল।


আরো খবর »

৫৫ বছরের সালমানের নায়িকা ৩০ বছরের প্রজ্ঞা

Tanvina

বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে কারিনা

উজ্জ্বল

পরকীয়ার জন্যই ভাঙছে ইমরান খানের সংসার

Tanvina