ডেস্ক রির্পোট : ফিচার ফোনে ‘স্মার্ট অভিজ্ঞতা’ দিতে বাংলাদেশের বাজারে ‘নকিয়া ৬৩০০ ফোরজি’ অবমুক্ত করছে এইচএমডি গ্লোবাল ওওয়াই। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা নিয়ে শিগগিরই নকিয়া ২২৫ ফোরজি বাজারে আনার ঘোষণাও দিয়েছে কম্পানিটি।
নকিয়া ৬৩০০ ফোরজিতে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাসিস্ট্যান্ট, ম্যাপ সেবার মতো সুবিধা। এর দাম পাঁচ হাজার ২৯৯ টাকা। আর নকিয়া ২২৫ ফোরজি ফোন পাওয়া যাবে চার হাজার ১৯৯ টাকায়।
আরও পড়ুন : জাকজমকপূর্ণভাবে ‘ও ফ্যানস নাইট’ উদযাপন করতে যাচ্ছে অপো
অ্যাপলকে ১২ মিলিয়ন ডলার জরিমানা