অতিরিক্ত আয়ের জোগান দিতে হলরুম ভাড়া দিবে ডিএসই

Posted on June 12, 2023

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব ভবনের মাল্টি-পারপাস হল রুম ভাড়া দিবে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (ডিএসই)। সম্প্রতি নিকুঞ্জে অবস্থিত ডিএসইর নিজস্ব ভবনের ১২ তলায় অবস্থিত এ হল রুমটি ভাড়া দেয়ার জন্যে নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ১৭ হাজার ১০২ বর্গফুটের পিলারবিহীন এই হল রুমটির ধারণ ক্ষমতা গোল টেবিল সেটাপে ৩০০ জন এবং থিয়েটার সেটাপে ৬০০ জন। এছাড়াও এই হলটির জন্য ৭ হাজার ২১০ বর্গফুটের প্রি-ফাংশন এরিয়া রয়েছে।

রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, গ্রিন রুম এবং শিল্পীদের জন্য আলাদা আর্টিস্ট রুমের সুবিধা। দুটো এলইডি স্ক্রিন এবং থাকছে ব্যাকড্রপ ব্যনারের সুবিধা।

ধারণা করা হচ্ছে অতিরিক্ত আয়ের জোগান দিতেই প্রতিষ্ঠানটি তাদের মাল্টি-পারপাস হল রুমটি ভাড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে হল রুমটি শুধু কর্পোরেট প্রোগ্রামের জন্যেই ভাড়া দেয়া হবে বলে জানিয়েছে ডিএসই।

সপ্তাহের সকল কার্যদিবসগুলোতে একদিনের জন্য ডিএসইর এই মাল্টি-পারপাস হল রুমটি ভাড়া নিতে হলে গুনতে হবে ১ লাখ ৫০ হাজার টাকা এবং সাপ্তাহিক ছুটির দিনে এই হলরুমটি ভাড়া নিতে হলে গুনতে হবে ২ লাখ টাকা।